বৃহস্পতিবার , ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সোহেল রানা, তালতলীঃ
বরগুনার তালতলীতে স্থানীয় সামাজিক সংগঠন সমুদ্র সমাজের ৭১টি কমিটির নেতৃবৃন্দদের নিয়ে বিশাল এক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এসিএফ ও জাগোনারীর রাইট-টু-গ্রো কর্মসুচীর কারিগরী সহায়তায় কারিতাস মাঠে আয়োজিত জমকালো অনুষ্ঠানে পায়রা (কবুতর) উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা।
সমুদ্র সমাজের সহ-সভাপতি মাসুমা আক্তারের সভাপতিত্বে সমাবেশে সমুদ্র সমাজের সামাজিক কর্মকান্ড তুলে ধরেন সম্পাদক গোলাম মোস্তফা পান্না।
পরিচালক সাংবাদিক নাসির উদ্দিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.আইরিন আলম, তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল, এসিএফএর প্রোগ্রাম ম্যানেজার বাবুল শেখ, জাগোনারীর কেন্দ্রীয় ডাইরেক্টর গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা আলম মুন্সি, মোঃ ফারুক খান, ইব্রাহিম সিকদার পনু, কবির হোসেন হাওলাদার, সাংবাদিক হাইরাজ মাঝি ও ক্ষুদ্র উদ্যোক্তা আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, স্থানীয় সংগঠন সমুদ্র সমাজ ৫ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি রোধে কাজ করছে।
পাশাপাশি বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ,হাইজিন ও সেনিটেশন ব্যবস্থা উন্নতি করার লক্ষ্যে কাজ করছে।
লালমোহনে মৎস্য আহরণকারী নৌযানের অনুমতিপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন