বৃহস্পতিবার , ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মো: জুয়েল রানা, কুমিল্লাঃ
কুমিল্লা তিতাস উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন উজ্জীবিত।
উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে একেবারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বস্তিতে থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। তাই একেবারে তৃনমুল থেকে দল গোছাতে সভা সমাবেশ করা হচ্ছে প্রায় প্রতিদিন।
জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে ত্যাগীদের মূল্যায়ন করে ওয়ার্ড কমিটি থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা বিএনপির কমিটি পুনর্গঠন করার নির্দেশ রয়েছে। সে নির্দেশনা মোতাবেক তিতাস উপজেলার ৯টি ইউনিয়নের আগের কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত ৯ ইউনিয়নের আহ্বায়ক কমিটি ৮১টি ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন লক্ষ্যে প্রতিদিনই ওয়ার্ডে ওয়ার্ডে করছেন সভা-সমাবেশ।
এছাড়াও নেতাকর্মীদের চাঙ্গা করতে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে করেছে কর্মী সন্মেলন। এসব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।
বুধবার ধারাবাহিক ভাবে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে চোখে পড়ার মতো।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওসমান গনি ভূইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দল গোছনোর কাজ করছি।
আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন উপজেলার ৯টি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এবং ওয়ার্ড কমিটি গঠন লক্ষ্যে প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে সভা-সমাবেশ হচ্ছে।