শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মো: জুয়েল রানা, কুমিল্লাঃ
রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে ও মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখা।
শুক্রবার বিকেলে উপজেলার কড়িকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স গেইট থেকে একটি স্বাগত মিছিল বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে কড়িকান্দি বাজারের ব্রিজের ওপর গিয়ে সংক্ষিপ্ত পথসভা করা হয়।
পথসভায় বক্তরা, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। তাই দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা এবং পবিত্র রমজানে রোজাদারদের খেদমতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়ীদের আহবান জানান।
এসময় তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার কার্যকরী সদস্য ও দাউদকান্দি উপজেলার আমীর মোঃ মনিরুজ্জামান বাহালুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলার সেক্রেটারি সালাউদ্দিন সরকার, এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহাদাত হোসেন, ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশারফ হোসেন মুন্সী, মোঃ ওসমান গনি ও সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।