রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মো: জুয়েল রানা, কুমিল্লাঃ
কুমিল্লা তিতাস উপজেলার ৯টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষক দলের আয়োজনে উপজেলার গাজীপুরস্থ তিতাস ভবনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো: শাহজাহান সওদাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব দেলোয়ার হোসেন মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সেলিম মোল্লা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল করিম মহারাজ, নজরুল ইসলাম, কবির হোসেন, নাছির মুন্সি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন প্রমূখ।
এছাড়াও প্রতিটি ইউনিয়নের আহ্বায়ক, সদস্য সচিবসহ ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রতিটি ইউনিয়নে সভা সফল করতে সকলকে একযোগে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান উপজেলার নেতাকর্মীরা।