সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোল্লা তানিয়া ইসলাম তমা, তুরাগঃ
দেশের বর্তমান পরিস্থিতিতে রাজধানীর তুরাগের হিন্দু সম্প্রদায়ের প্রতিটি পরিবারের সদস্যদের জানমাল ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠান (মন্দির) রক্ষায় কাজ করছে স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । এতে স্বস্তি বোধ করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন ।
তুরাগ থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাদবর ও তুরাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক ছাত্র-বৃত্তিকল্যাণ বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান ইকবালের নেতৃত্বে ধউর এলাকায় এ নিরাপত্তা দেওয়া হয় ।
এসময় তাদের সাথে ছিলেন, উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হোসাইন সামির, যুবদল নেতা আব্দুল করিম টিটু, জুয়েল রানা, আল-আমিন, শহিদুল ইসলাম, রেজাউল, জহির হোসেন, রনি আহমেদ, শহিদুল ইসলাম শহীদ, সোহাগ আহমেদ প্রমুখ ।
এসময় তুরাগ থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল মাদবর হিন্দু পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই, এ দেশেরই নাগরিক । তাই তাদের ওপরে কেউ হামলা করতে পারবে না ।
বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের পাশে রয়েছে । জানা গেছে, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পরে সারাদেশে মন্দির বা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে হামলা হতে পারে বিষয়টি সামনে আসে । এই বিষয়টিকে সামনে রেখেই দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
গেল সোমবার রাত থেকেই ধউর এলাকার সব মন্দিরে পাহারা দেওয়াসহ প্রতিটি পরিবারের সদস্যদের নিরাপত্তায় কাজ করে চলেছেন বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার রাতেও তাদের মন্দিরগুলোতে পাহারায় থাকতে দেখা গেছে ।
এ সময় তুরাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, হিন্দু সম্প্রদায়ের পরিবার, মন্দির ও সরকারি স্থাপনা পাহারা দিয়ে রক্ষা করার জন্য তুরাগ থানা ছাত্রদলের সকল নেতাকর্মীদের অসংখ্য ধন্যবাদ ।
সংগঠনের কোন নেতা- কর্মী কোনো প্রকার সহিংস কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় না দেওয়ার হুশিয়ারিও ব্যক্ত করেন তিনি ।
এসময় ছাত্রদল নেতা রাশেদুজ্জামান ইকবাল বলেন, ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির দিকনির্দেশনায় গত সোমবার থেকে আমরা আমাদের এলাকার সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আশপাশের হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়াচ্ছি । তাদেরকে মনে সাহস দেয়ার জন্য প্রতিনিয়ত কাজ করছি ।
এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে সবসময় স্থানীয় বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা রয়েছে ।
বোরহানউদ্দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি