বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোল্লা তানিয়া ইসলাম তমা, তুরাগঃ
রাজধানীর তুরাগের আব্দুল্লাপুর-নবীনগর সড়কের প্রত্যাশা মোড় নামক এলাকা থেকে ২৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসিম মাহমুদ (২১) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে তুরাগ থানা পুলিশ ।
আজ রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উক্ত ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয় ।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এস আই) টিপু সুলতান জানান, রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, তুরাগ থানাধীন প্রত্যাশা মোড় নামক এলাকায় মেইন রোডে ১ ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করতেছে । বিষয়টি তৎক্ষণাৎ আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি ।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হই । পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত ইয়াবা ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা করে ।
এসময় সঙ্গীয় এ এস আই মোঃ মিজানুর রহমান, এ এস আই আব্দুর রউফ ও আনসার সদস্য মোতালেব হোসেন দৌড়ে গিয়ে ঐ ইয়াবা ব্যবসায়ীকে ঝাপটে ধরে ফেলেন। পরে ইয়াবা ব্যবসায়ী নাসিম মাহমুদের হাতে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ২৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
গ্রেপ্তারকৃত নাসিম মাহমুদ মানিকগঞ্জ জেলার, সিংগাইর থানার, কাংশা এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে ।
বর্তমানে ঢাকার, সাভার উপ-জেলার, রেডিও কলোনির জৈনক মেহেদীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো ।
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং-০৪, তাং ০২/০২/২০২২ইং।