দাউদকান্দি প্রতিনিধিঃ
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক ঈদের আগে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সকল অংশে নিচ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য অত্র রিজিয়নের ২২ থানার সকল ফোর্স, অন্যান্য পদমর্যাদার অফিসারগণ, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ, সার্কেল এএসপি এবং এডিশনাল এসপি দিবারাত্রি অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
মূল উদ্দেশ্যে হচ্ছে ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে মহাসড়ক কেন্দিক চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি সহ সকল অপরাধ মূলক কর্মকান্ড নির্মুলে নির্ঘুম রাত কাটিয়ে পেশাদারিত্ব সাথে দায়িত্ব পালন করে যাওয়া ; যার ফলশ্রুতিতে অদ্যই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্রসহ ১ ছিনতাইকারীকে আটক করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে ২০২৫) ইং তারিখ রাত অনুমান সাড়ে ৩টায় দাউদকান্দি হাইওয়ে থানা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদা খাল নামক স্থানে চট্টগ্রামমুখীলেন হতে ঢাকামুখীলেনে পায়ে হেঁটে পার হওয়ার সময় দুইজন লোককে কর্তব্যরত পুলিশের নায়েক ইসমাইল সঙ্গীয় ফোর্স সহ দাঁড়ানোর জন্য বললে তাদের ১ জন দৌড়ে পালিয়ে যায় এবং অপরজনকে আটক পূর্বক দেহ তল্লাশি করে তার নিকট ২টি দেশীয় অস্ত্র (চাকু) পাওয়া যায়।
আসামিকে জিজ্ঞাসাবাদের সময়ে তার নাম মো: আমির হোসেন (২৯), পিতা-মৃত শাহআলম, সাং-চরচাষী, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ বলে জানা যায় এবং বর্ণিত আসামি গভীর রাতে ছিনতাইয়ের উদ্দেশ্যে অত্র এলাকায় অবস্থান করতে ছিল বলে স্বীকার করে।
সঙ্গীয় অপর ছিনতাইকারীর নাম সুমন বলে জানা যায়।
ছিনতাইকারী দ্বয়ের কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানায় ১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।