বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোস্তফা কামাল মজুমদার, লালমাইঃ
কুমিল্লার দেবিদ্বারে ডিশ লাইনের দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন-দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের মনির (৩৫) এবং খাগড়াছড়ি রামগঞ্জ উপজেলার মোহন মিয়া (৩৪)। উভয়ে জাফরগঞ্জ বাজারের ডিশ লাইনের শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৩টার দিকে জাফরগঞ্জ গ্রামের মনির বাসা থেকে বের হয়ে বাসায় ফিরেনি।
রবিবার সকালে বাড়ির অদূরে একটি বিলে মনিরসহ দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।