বৃহস্পতিবার , ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
হেকমত আলী, পঞ্চগড়ঃ
দেবীগঞ্জ উপজেলার বাবুর হাঠের পাশে এক খেলার মাঠ দখল করে হালচাষ করার প্রতিবাদে শিক্ষার্থী ও খেলোয়াড়গণদের মানববন্ধন।
আজ (২১ জুলাই) বিকেলে বারহাট মাঠে মানববন্ধনের আয়োজন করেন শিক্ষার্থী ও খেলোয়াড়গণ ।
আল আমিন নামের এক শিক্ষার্থী বলেন, আমরা দীর্ঘদিন থেকে এই মাঠে খেলাদুলা করি হঠাৎ ১৭ জুলাই খেলতে এসে দেখি মাঠ চাষ করা। আমরা শিক্ষার্থীরা মাঠে থাকা অবস্থায় সপন নামের এক ব্যক্তি এসে বলেন, এই জমি আমার এই খানে আর খেলাদুলা হবে না।
যদি কাউকে মাঠে দেখি তাহলে তার পা ভেঙে দিব। ইউশা নামের এক খেলোয়াড় বলেন, আমি বাবুরহাঠে আসলে স্বপন আমাকে নানান ধরনের হুমকি ধামকি দেয় এবং এই খেলার মাঠে আসতে নিষেধ করেন।
ইমরান নামের এক খেলোয়াড় বলেন, আমি ১৫-২০ বছর থেকে এই মাঠে খেলাধুলা করি কোন দিন শুনি নাই এই জমির মালিকানাদিন আজ হঠাৎ করে এই মাঠের মালিক বের হয়ে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে এটা আমরা মানি না।
ওয়াসিম নামের এক সেচ্ছাসেবী বলেন, আমরা মাদককে না বলি খেলা কে হা বলি যারা এই মাঠ দখল করে শিক্ষার্থী ও খেলোয়াড়দের খেলার সমস্যা করতেছে তারা যেন মাঠ দখল না করে। খেলার মাঠ না থাকলে শিক্ষার্থীরা বেশী মাদকাসক্ত হতে পারে। তাই এই মাঠ শিক্ষার্থী ও খেলোয়াড়দের জন্য থাকা জরুরি।
স্বপন ইসলামের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান এই জমি আমার না আমাকে আব্দুর রাজ্জাক চাষাবাদ করে খেতে বলছেন তাই আমি হাল চাষ দিছি।
আব্দুর রাজ্জাকের মুঠো ফোনে ফোন দিলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেয় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন