বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ সম্রাট আলী, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার দৌলতপুরে নগদ কর্মী মিঠুনের উপর হামলা করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
গত সোমবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়ার তাহের মোড় মাঠ এলাকায় নগদ কর্মী মিঠুনের উপর হামলা করে ছিনতাইকারীরা, এসময় তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় তারা। গুরুতর আহত অবস্থায় মিঠুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী জানান , ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ কর্মী মিঠুন তার ডিউটি শেষ করে ঝাউদিয়া হয়ে মোটর সাইকেল যোগে ভেড়ামারায় অফিসে ফিরছিলেন।
পথের মধ্যে (ফাকা মাঠ) ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। আহত মিঠুন (২৮) ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামের মৃত মতলেব আলীর ছেলে। তবে কত টাকা নিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি মিঠুন।