ধর্মপাশায় লরি গাড়ির
চাকায় শিশুর মৃত্যু !
মহি উদ্দিন আরিফ, সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বালিজুড়ী গ্রামে শুক্রবার বিকাল পাঁচটার দিকে লড়ি গাড়ির চাকার নীচে চাপা পড়ে লাবিব মিয়া নামের সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কৃষক কামাল মিয়ার ছেলে।
এলাকাবাসী ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল পাঁচটার দিকে লড়ি গাড়ি যোগে মাটি নিয়ে উপজেলার বালিজুড়ী গ্রামের একটি বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ সময় ওই শিশুটি বালিজুড়ী গ্রাম সংলগ্ন গোপাটে (সরু রাস্তার) পাশে দাঁড়িয়ে খেলাধুলা করছিল। লড়ি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটির ওপর তুলে দেয়।এতে শিশুটির মাথা ও মুখে গুরুতর আঘাত পেলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
এ ঘটনাঢ লড়ি গাড়ি চালক আনিস মিয়া (২৫) কে আটক করেছেন এলাকাবাসী। ওই লড়ি গাড়ি চালকের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।