বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মহি উদ্দিন আরিফ, সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামে হযরত শাহ লোড়া পীরের মাজারে প্লাস্টিকের বোতলে পেট্রোল ভরে এতে আগুন লাগিয়ে তা মাজারে ছুড়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এতে মাজারের গিলাফ ও সামিয়ানার বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
এ ছাড়া মাজারের পশ্চিমপাশের মাঠে দুটি সাউন্ড বক্সের বেশ কিছু অংশ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা ।
আজ সোমবার ভোর রাত চারটার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৩৫) সোমবার দুপুরে ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই মাজারে ৪৫ তম ওরস মোবারক উপলক্ষে রবিবার রাত আটটা থেকে তিন দিনব্যাপী মিলাদ মাহফিল, সামা কাউয়ালি গানের আয়োজন করা হয়। প্রথম দিনের কার্যক্রম রাত আড়াইটার দিকে শেষ হয়।
সোমবার ভোর সোয়া চারটার দিকে মাজারে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মাজারের গিলাফ ও সামিয়ানার বেশির ভাগ অংশ পুড়ে যায়।
ধর্মপাশা থানার এসআই হাফিজুল ইসলাম বলেন, এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।