সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ওমর ফারুক :
লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নের কোঁয়ার বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অফিস উদ্বোধন করেছেন ডাকসুর সাবেক সদস্য ও বিএনপি নেতা ড. রশিদ আহমেদ হোসাইনী।
বুধবার সকালে কোঁয়ার বাজারে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন, বিএনপি নেতা মোতালেব হোসেন, সাবেক ছাত্র নেতা কামাল উদ্দিনের প্রানবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ড. রশিদ আহমেদ হোসাইনী।
বিশেষ অতিথি ছিলেন প্রফেসর আবুল কালাম, বিশিষ্ট ব্যাবসায়ী ছিদ্দিকুর রহমান লিটন, জহির হক মজুমদার।
ড.রশিদ আহমেদ হোসাইনী বলেন, স্বৈরাচার এখনো দেশের মধ্যেই ঘাপটি মেরে বসে আছে, বিএনপি নেতাকর্মীরা সর্তক থাকাতে হবে, কোন বিশৃঙ্খলা করা যাবে না।
সকল মতের উর্ধ্বে উঠে দল ও দেশের জন্য কাজ করতে হবে,দল যাকে মনোনয়ন দিবে তার হয়ে ধানের শীষকে বিজয়ী করতে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ, আমাকে দল যৌগ্য মনে করে মনোনয়ন দিলে আমিও সবাইকে নিয়ে এই লাকসামকে সম্পৃতির ও উন্নয়নের লাকসামে পরিনত করবো ইনশাআল্লাহ, এই সময় বাকই দঃ ইউনিয়ন বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।