শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ আনোয়ার হোসেন, বগুড়াঃ
সোমবার (১৩ জানুয়ারী) বগুড়ার ধুনট উপজেলায় চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামে মাঃ আতাউর রহমানের কৃষি খামার পরিদর্শন করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক ডাঃ মোঃ আসেম আলী।
এ সময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক শাফিউজ্জামান , সিনিয়র ফিন্ড সুপারভাইজার আসাদুজ্জামান, ফিন্ড সুপারভাইজার মীর আরিফ হোসেন,খামারী ইমাম মাঃ আতাউর রহমান প্রমূখ।
এ সময় খামারী ইমাম মাওলানা আতাউর রহমান বলেন আমি লেখাপড়া শেষ করে বেকার ছিলাম ।
২০১৮ সালে ধুনট ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর আরিফ স্যারের পরামর্শে রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বাড়ীতে এসে প্রথমে মুরগির খামার গড়ে তুলে স্বাবলম্বী হই। বর্তমান আমার খামার থেকে মাসে ৫০,০০০ হাজার টাকার অধিক আয় আসে।
এছাড়া আমার ৩ টা সেচ পাম্প ও একটি ধান, হলুদ, মরিচ ভাঙ্গানো মেশিন আছে।