শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ধুনট প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় সোসাল এজেন্সি ফর ওয়েল ফেয়ার এ্যাডভান্সমেন্টের ইন বাংলাদেশের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(০৪ মার্চ) মঙ্গলবার বাদ আছর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।
উপজেলা জামায়াতী ইসলামের আমির অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা জামায়াতী ইসলামের আমির, বিশিষ্ট ব্যবসায়ী ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার) বাংলাদেশ জামায়াতী ইসলামের মনোনিত প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোসাল এজেন্সি ফর ওয়েল ফেয়ার এ্যাডভান্সমেন্টের ইন বাংলাদেশ ফোরামের দায়িত্বে প্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, ধুনট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতী ইসলামের নেতা রেজাউল করিম বাচ্চু, মাওলানা আবুল কাশেম, সহকারী এ্যাসিস্ট্যান্ট ফিরোজ আহম্মেদ, আব্দুল বাকী প্রমূখ।