শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার৷ (১২ মার্চ) রাত ৩ টার দিকে নিয়ামতপুর উপজেলার ভাবিচা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে ভাবিচা বাজার রোড এলাকার চায়ের স্টলের চুলার প্রথম অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সেই আগুন মুহূর্তের মধ্যেই আশপাশে থাকা অন্য দোকানে ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে নিয়ামতপুর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাজারের রবিউলের পোল্ট্রি মুরগির দোকান , হযরত আলীর কাপড়ের টেইলার্স, সুফলের চায়ের স্টলের দোকান, পাপুলের চায়ের স্টলের দোকান, মিজানুর রহমানের মুদিখানার দোকান, বুলবুল ইসলামের কাঠ ফার্নিচারের দোকানসহ ৬টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মুরগির ব্যবসায়ী রবিউল বলেন, আমার মুরগির দোকানে ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, প্যারেস মুরগিসহ অন্তত ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
এ বিষয়ে নিয়ামতপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি চায়ের স্টলের চুলার আগুনের সূত্রপাত ঘটেছে। খবর পেয়ে নিয়ামতপুর ও মান্দার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছি।
এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমতিয়াজ মোর্শেদ বলেন, খবর পাওয়ার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি।