নয় দিন বন্ধের পর চাঁদপুর-লাকসামে
সাগরিকা ট্রেন চলাচল শুরু
মানিক দাস, চাঁদপুরঃ
শেখ হাসিনা পদত্যাগের পর সারাদেশের ন্যয় চাঁদপুরেও সরকারি-বেসরকারি স্থাপনায় আগুন, ভাংচুরের ঘটনা ঘটেছে। সে জন্য চাঁদপুর-চট্টগ্রাম রেল পথে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
৯ দিন বন্ধ থাকার পর আবারো চলাচল শুরু করেছে। গত ৩ আগস্ট একদিন চলার পরই ৪ আগস্ট থেকে আবার সাগরিকা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
৯ দিন বন্ধ থাকার পর গতকাল ১৩ আগস্ট মঙ্গলবার সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর আসে দুপুর সাড়ে ১২টায়। যৎসামান্য যাত্রী নিয়ে ট্রেনটি চাঁদপুর থেকে দুপুর আড়াইটায় চট্রগ্রামের উদ্দের্শে ছেড়ে যায়।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের কারনে গত ২০জুলাই চাঁদপুর থেকে ২টি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলপথে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ১৩ দিন পর যাও সাগরিকা ট্রেন চলাচল শুরু করে তাও আবার পরদিন থেকে বন্ধ রাখা হয়।
আবার পূর্নরায় চাঁদপুর-চট্রগ্রাম রেল পথে সাগরিকা ট্রেন চলাচল শুরু হয়েছে।
জানান,বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) নিদের্শ মোতাবেক চট্রগ্রাম বিভাগীয় কর্তৃপক্ষ ট্রেন চলাচলের সিদ্বান্ত নেয়।
https://www.songbadtoday.com/?p=91979
Post Views: ৮৫