শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
নুর উদ্দিন, পিরোজপুরঃ
পিরোজপুরের নাজিরপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রুহুল ভুইয়া (৩৫) ও ইউপি সদস্য মো: নূরুল ইসলাম (৪৩) কে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাতে উপজেলার পাতিলাখালী গ্রামের নিজ বাড়ি থেকে ইউপি সদস্য নূরুল ইসলাম এবং (২৪ ফেব্রæয়ারী) দুপুরে নাজিরপুর উপজেলা সদরের কবিরাজবাড়ী এলাকা থেকে রুহুল ভূইয়া’দের আটক করে পুলিশ।
আটকতৃক রুহুল ভূইয়া উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ও কবিরাজবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলী ভুঁইয়া র, পুত্র। এবং মোঃ নুরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের সদর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আ’লীগের কর্মী।
তিনি পাতিলাখালী গ্রামের ওয়াজেদ আলী শেখের পুত্র।
নাজিরপুর থানার কর্তব্যরত এসআই মোশারফ হোসেন ও এস আই আতিয়ার রহমান তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন বলে থানা থেকে আমাদের নিশ্চিত করেছেন ।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদ আল ফরিদ ভুইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য নুরুল ইসলাম বিস্ফোরক মামলার এজারভুক্ত আসামী।
গত রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আদলতে প্রেরণ করা হয়েছে। এবং রুহুল ভুইয়াকে নাজিরপুর সদর ইউনিয়নের কবিরাজবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি ২০১৪ সালে সদর ইউনিয়নের কলাতলা গ্রামের ঘড় পোড়া মামলার এজাহার নামীয় আসামী।