শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
কামাল উদ্দিন ভূইয়া, সোনারগাঁওঃ
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ১ নং যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় ফুলদিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১২ফেব্রুয়ারী) রূপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকায় দিপু ভূইয়ার নিজ বাসভবনে এই শুভেচ্ছা জানান।
সে সময় উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোমেন খান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ ফজল হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু সহ অসংখ্য নেতৃত্বে।