নওগাঁর নিয়ামতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে।
শুক্রবার (০৬ জুন) সকাল ৮ টায় উপজেলা সদর ইউনিয়নের মুড়িহাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মুড়িহাড়ী গ্রামের মোস্তফা আলীর সাথে প্রতিবেশীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে প্রতিপক্ষের লোকজন তোফাজ্জল হোসেন, জামিনুল ইসলাম, আব্দুস ছামাদ, সালাম, জয়নুর রহমান, মমতাজ, নাজমা, কহিনূর, সাথী দেশীয় অস্ত্র দা, হাসুয়া, রড, লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে মোস্তফা আলী সহ তার পরিবারের ৫ সদস্য মারধরে শিকার হয়।
স্থানীয়রা এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
আহতদের মধ্যে জাহিদুল রহমান, মেহেদী ও নাসরিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।
মোস্তফা আলী বলেন, প্রতিপক্ষের সাথে জমিজমা সংক্রান্তের বিরোধ চলছিল। আজ সকালে তারা আমাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা আমাদের হত্যা চেষ্টা করছিল। আমরা এখনও আতঙ্কের মধ্যে রয়েছি। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি, নিরুপায় হয়ে থানায় অভিযোগ দিয়েছি। আইনের কাছে অনুরোধ আমাদের উপর হামলার বিচার চায়।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।