নওগাঁর নিয়ামতপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে রবি মৌসুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন ইন্টারপ্রেনরসিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর (পার্টনার) আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রেজাউল করিম।
নিয়ামতপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সাফিউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম, উপজেলা বিআরডিবি অফিসার হাবিবুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশাসহ গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।