নওগাঁর নিয়ামতপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আশ্রয় এনসিওর প্রকল্পের আওতায় উপজেলার ধানশা, উষ্ঠিপাড়া, পীরপুকুরিয়া, একরামুল শাহ, দারাজপুর, পাড়ইল, বাসুদেবপুর ও নিমদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় অমর ২১ শে ফেব্রুয়ারী উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আশ্রয় এনসিওর প্রকল্প নিয়ামতপুর উপজেলার উপজেলা ম্যানেজার জনাব মোঃ জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।