শেখ হাসিনার পদত্যাগে উপজেলা বিএনপি-জামায়াত এক বিশাল আনন্দ মিছিল বের করে। শেখ হাসিনার পদত্যাগের সংবাদ ছড়িয়া পড়ার সাথে সাথে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মীদের নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী, সাবেক সংগঠনিক সম্পাদক সাবেক ভিপি আমিনুল ইসলাম।
পরে নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মীও আনন্দ মিছিল নিয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উপজেলা জামায়াতের আমীর মাইনুল ইসলাম মিনুর নেতৃত্বে জামায়াতের একটি বিশাল আনন্দ মিছিল বের করে।
বেলা ৬টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয় ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈমের আড়ৎ ঘরে আগুন ধরিয়ে দেয় কে বা কাহারা।