নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে নিয়ামতপুর উপজেলা বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মেইন গেট সংলগ্ন রাস্তায় অস্থায়ী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাথীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি সফিউল্লাহ সোনার, পাড়ইল ইউপির বিএনপি নেতা আব্দুল মান্নান, জেলা যুবদলের সদস্য সামাদ সোনার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্শেদ ও নবীজুল ইসলাম, উপজেলা জিয়া সাইবার ফোর্স দলের সাধারণ সম্পাদক মিলন, নিয়ামতপুর সদর বিএনপির সভাপতি ও সাবেক মেম্বর আলহাজ্ব আব্দুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি সাইফুদ্দিন, ভাবিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল হক, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বর আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বর রেজাউল করিম, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানুদ্দিন, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান মিলন, সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসতিকিয়ার শুভ, নিয়ামতপুর সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাফিজুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা ইনসান, নাহিদ, সজিব, মশিউর রহমান, মেহেদী হাসান পাভেলসহ নেতৃবৃন্দ।
https://www.songbadtoday.com/?p=92908