নওগাঁর নিয়ামতপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতার সহধর্মিণী ফরিদা বেগম লিফলেট বিতরণ করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করেন নওগাঁ-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী মোসাঃ ফরিদা বেগম।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিন কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম মোর্শেদ, উপজেলা জিয়া সাইবার ফোর্স দলের সাধারণ সম্পাদক মিলন রেজা প্রমূখ।