নিরাপদ সড়কের দাবিতে লালমাই বাগমারা বাজারে মানববন্ধন
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার অংশে যানজট নিরসন, জনদুর্ভোগ লাঘব ও দুর্ঘটনা রোধে ফোরলেন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর বাগমারা সচেতন নাগরিক সমাজের আয়োজনে ২৩ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০টায় বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের পাশাপাশি বাগমারা উচ্চ বিদ্যালয়, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়, আল ইসরা মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ জনগণও এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।
বাগমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রুবেল হোসেন বলেন, লালমাই উপজেলার বাগমারা অংশসহ যেসব স্থানে ফোরলেনের কাজ অসমাপ্ত রয়েছে, তা দ্রুত কাজ সম্পন্ন করতে হবে।
বৃহত্তর বাগমারা সচেতন নাগরিক কমিটির প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম বলেন, আমরা চাই রোজার ঈদের আগেই এই ফোরলেন বাস্তবায়নের ঘোষণা আসুক।
অন্যথায় কঠোর আন্দোলন ও অবস্হান কর্মসূচির ডাক দেওয়া হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমাই উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ ইমাম হোসাইন বলেন, ফ্যাসিবাদ সরকার পতনের পরও এই গুরুত্বপূর্ণ সড়কটির কাজ শুরু হয়নি, যা দুঃখজনক। দ্রুত ফোরলেন বাস্তবায়নের দাবি জানাই।
স্থানীয় ব্যবসায়ী ও দন্ত চিকিৎসক ডাঃ মুন্না বলেন, বাগমারা বাজারে যানজট নিত্যদিনের সমস্যা। মাঝে মাঝে দুর্ঘটনার কারণে জানমালের ক্ষতি হয়। আমরা চাই, দ্রুত এই রাস্তাটি অধিগ্রহণ করে ফোরলেন বাস্তবায়ন করা হোক।
বাগমারা স্কুলের শিক্ষার্থী আল-আমিন বলেন, কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের প্রকল্প শেষ হলেও ফোরলেন বাস্তবায়ন হয়নি। এটি আমাদের জন্য খুবই কষ্টের। আমরা দ্রুত এর সমাধান চাই।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগমারা বাজার অংশে ফোরলেন প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় প্রতিদিন দীর্ঘ যানজট লেগে থাকে, যার ফলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয় এবং চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।
এছাড়া মাঝে মাঝেই ঘটে দুর্ঘটনা, যা অনেকের জীবন কেড়ে নিচ্ছে।
অভিযোগ রয়েছে, তৎকালীন ক্ষমতাসীন দলের দুটি গ্রুপের দ্বন্দ্বের কারণে সড়কটির ফোরলেনের কাজ আটকে যায়। একটি পক্ষ বাজারের ভেতর দিয়ে রাস্তা নির্মাণ করতে চেয়েছিল, অপর পক্ষ রাস্তার পাশে দুই লেনকে চার লেনে রূপান্তর করতে চেয়েছিল। এই মতবিরোধের কারণে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে।
এ মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেন। স্থানীয়রা জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারি এক জামায়াত কর্মী নিহত হওয়ার ঘটনার পর বিষয়টি আরও আলোচনায় এসেছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত ফোরলেন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আশাবাদী, দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
https://www.songbadtoday.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86/
Post Views: ২৪