শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
  লাকসামে ডাকাতীয়ার ওপর সেতু নির্মিত সেতু ৩ বছরেও শেষ হয়নি ৬০ ভাগ কাজ       চৌদ্দগ্রাম ছাতিয়ানিতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল       বুড়িচং ইছাপুরা মসজিদ-ই নুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত       কুষ্টিয়ায় সাদা ফুলের কালো বীজে ভাগ্যবদল       বুড়িচংয়ে গোমতী চরের অবৈধ মাটিবাহী ট্রাক চাপায় ২ যুবক নিহত !       সুন্দরগঞ্জে ১ মাস অতিবাহিত হওয়ার পরও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী       বুড়িচংয়ে ৫’শ জনকে ইফতার সামগ্রী বিতরণ       ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-৪       গোদাগাড়ীতে ভিজিএফের ২ হাজার ৬৩২ কেজি চাল জব্দ       ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ       বাঘায় শাশুড়ি হত্যা মামলায় মেয়ের জামাতা গ্রেফতার       মনোহরগঞ্জে হেফাজতের ইফতার মাহফিল অনুষ্ঠিত       সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু !       বাসন থানা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত       গাজীপুরে তারেক জিয়ার পক্ষ থেকে মাসব্যাপী গণ-ইফতার       লাকসামে প্রকৌশলীর কার্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত       কুষ্টিয়ায় গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা !       গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন       লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল       তাকওয়া বিহীন সমাজে শিশুরা ধর্ষিতা হতেই থাকবে-এটিএম মাসুম        মনোহরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা    
       

“নিহত স্বপ্নের গোরস্থান”
মোহাম্মদ আইয়ুব

মাস্টার খোরশেদ আপাদমস্তক একজন মেধাবী মানুষ। বাল্যকালে শিশু শ্রেণিতে পড়াকালীন শিক্ষকরা বাল্যশিক্ষা বই’র পাতা থেকে কিছু নীতি বাক্য উচ্চস্বরে পাঠ করে শিশুদের মুখস্থ করাতেন।

যেমন-
১) পড়া-লেখা করে যে,গাড়ি-ঘোড়ায় চড়ে সে।
২) শিক্ষাই জাতির মেরুদণ্ড।
৩) জ্ঞানই শক্তি।
৪) মিথ্যা বলা মহাপাপ।
৫) সদা সত্য কথা বলিবে।
৬) সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।
৭) দীনে দয়া করো।
৮) গুরুজনে করো নতি প্রভৃতি।
মাস্টার খোরশেদ শিশু শ্রেণি থেকে এই বাক্য গুলি শিক্ষকের মুখেমুখে শুধু মুখস্থই করেনি, মনে প্রাণে ধারণও করেছিল। পরবর্তীতে হৃদয়ে লালন করতে থাকে। শিশুর কচি মনে স্বপ্নের বীজ বুনা সহজ। হয়ত এই কারণে ইশ্বর বাবু উক্তি গুলি বাল্যশিক্ষা বইতে সংযোজন করে ছিলেন।

খোরশেদ পড়ালেখায় যেমন পারঙ্গম , আচার ব্যবহারও ছিল মার্জিত । শিক্ষকরা তার মেধার প্রশংসায় সদা পঞ্চমুখ থাকতেন। পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে শিক্ষকদের প্রশংসার মুখ রেখেছিল । শুরুতে আপাদমস্তক মেধবী বলার হেতু হচ্ছে- তার হাতের লেখা যেমন সুন্দর, খেলার মাঠে ডিফেন্সে দাঁড়িয়ে প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করে, ফুটবলে সজোরে কিক মেরে, প্রতিপক্ষের গোল সীমানায় বল পাঠিয়ে দিতো। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে নবীনবরণ অনুষ্ঠানে রবিন্দ্র সংগীত আর নজরুলগীতি পরিবেশন করে ছাত্রছাত্রী আর শিক্ষক-শিক্ষিকার নজর কেড়েছিল।

এস এস সি পরীক্ষায় স্টার মার্ক নিয়ে উত্তীর্ণ হয়ে নাম করা একটি কলেজে ভর্তি হয়। দুই/তিনটি টিউশন করে কলেজে নিজের অধ্যয়নের খরচ চুকিয়ে বাড়িতে মা’র হাতেও কিছু দিতে পারতো। ইন্টারমিডিয়েট পাস করার পর দীর্ঘকালের লালিত স্বপ্ন পূরণে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিতে থাকে।

১ম স্বপ্নের অকালমৃত্যু –
মাস দেড়েক রাত-দিন পড়াশুনা করে ভালভাবে প্রস্তুতি নিয়ে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে ফরম নিতে যায়।

ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের কর্মীরা নবীনদের স্বাগত জানিয়ে স্ব-স্ব দলের লিফলেট বিতরণ করছে। ডোরাকাটা দলের এক কর্মী খোরশেদকে একটি লিফলেট হাতে দিয়ে ক্যাম্পাসে স্বাগত জানান। খোরশেদও তার কাছে জেনে নেয়, প্রশাসনিক ভবনটি কোন দিকে। ডোরাকাটা দলের কর্মীটি তার বাড়ি কোথায়, কোন কলেজ থেকে ইন্টার পাস করেছে ইত্যাদি জিজ্ঞেস করতে করতে তার সাথে কিয়দ্দূর হেঁটে প্রশাসনিক ভবনটি দেখিয়ে দেয়।

চক্রমক্র দলের এক কর্মী দেখল ডোরাকাটা দলের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করে নবীনদের দলে টানার চেষ্টা করছে। সে ঘটনা তার দলের বড়ভাইদের জানাল। মুহূর্তেই চক্রমক্র দলের শ দুএক নেতাকর্মী হাতে হকিস্টিক,লাঠি, রামদা ইত্যাদি নিয়ে জড়ো হয়ে মিছিল শুরু করে। ধাওয়া করে ডোরাকাটা দলের কর্মীদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করল। ডোরাকাটা দলের কর্মীরা ক্যাম্পাসের বাইরে পুনরায় সংঘটিত হচ্ছে। অন্যদিকে মিশ্রবর্ণ দল তাদের শক্তিমত্তা জানান দিতে ক্যাম্পাসে বড়সড় একটি মিছিল বের করল। শুরু হলো ত্রিমুখী লড়াই। ধাওয়া পাল্টা ধাওয়া, শ্লোগান পাল্টা শ্লোগানে ও ককটেলের বিকট শব্দে শান্ত ক্যাম্পাসে আকস্মিক অরাজকতা নেমে আসল।

খোরশেদ একপ্রান্তে দাঁড়িয়ে অবলোকন করল, ক্যাম্পাসে ত্রিমুখী যুদ্ধের ডামাডোল বাজলেও বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লাস হচ্ছে, প্রশাসনিক কাজ ঠিকঠাক চলছে। তার কাছে অরাজকতা মনে হলেও অন্যদের জন্য মামুলি ব্যাপার। চক্রমক্র দলের নেতা কর্মীরা ডোরাকাটা দল আর মিশ্রবর্ণ দলের কর্মীদের ক্যাম্পাস ছাড়া করে এবং এই ক্যাম্পাসের মাটি, চক্রমক্র দলের ঘাটি শ্লোগান দিয়ে বিজয়ের বেশে ক্যাম্পাস প্রদক্ষিণ করছে।

মিছিল থেকে একজন খোরশেদকে দেখিয়ে বলল, এই ছেলেটিকে ডোরাকাটা দলের কর্মীর সাথে দেখা গেছে। সাথে সাথে ৮/১০ জন হকিস্টিকধারী তার কাছে আসল। তার হাতে ডোরাকাটা দলের লিফলেট দেখে এলোপাথাড়ি পিঠিয়ে রক্তাক্ত করে বলল, এই ক্যাম্পাসে চক্রমক্র দলের আদর্শের সৈনিক ছাড়া অন্য কোন দলের আদর্শচর্চির স্থান নেই। খোরশেদ ইউনিভার্সিটিতে ভর্তি হতে গিয়ে, ভর্তি হলো মেডিকেল কলেজে। তবে পড়ালেখা করার জন্য নয়, চিকিৎসা নিতে। মেডিকেল কলেজ হাসপাতালের বেডে তীব্র ব্যথায় ছটফট করতে করতে ভাবছে, হঠাৎ কী হয়ে গেল। হাসপাতালের বেড ছাড়ার পর জীবনে কখনো ফেতনা-ফ্যাসাদে না জড়ানো স্বপ্নচারী ছেলটি তাওবা-তিল্লা করে বাড়ির উদ্দেশে বাসে উঠলো। আর সিদ্বান্ত নিলো, কিয়ামত পর্যন্ত কোন ইউনিভার্সিটির মাটিতে পা দিবে না। বাড়িতে গিয়ে এলাকার একটি কলেজে ভর্তি হলো। এই ভাবে ট্রাক চালক পিতার একজন অদম্য মেধাবী ছেলের ভার্সিটিতে ভর্তি হয়ে স্বপ্নময় ক্যাম্পাসে মুক্তমনে বিচরণ করে উচ্চ শিক্ষা অর্জনের দীর্ঘ দিনের লালিত স্বপ্নের অকাল মৃত্যু ঘটল। নিহত স্বপ্নটি দীর্ঘশ্বাস আর সজল নয়নে হৃদয়ের এক কোণায় সমাহিত হলো। পঁচিশ/ছাব্বিশ বছর অতিক্রান্তেও কোন ভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি চোখে পড়লে খোরশেদের শরীরে হকিস্টিকের আঘাতের বিষ-ব্যথা উতলে ওঠে। মনে হয় তার হৃদয়ে সমাহিত নিহত স্বপ্নটির কবর আযাব হচ্ছে !

২য় স্বপ্নের মৃত্যু-
স্নাতক শ্রেণিতে অধ্যয়ন কালীন পত্রিকার পাতায় “নাজির” নিয়োগের বিজ্ঞপ্তি দেখে আবেদন করে। যথারীতি নিয়োগ পরীক্ষায় অংশ নেয়। নিয়োগ দিবে চার জন। মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হলো ১৬ জন। ধার্য তারিখে মৌখিক পরীক্ষা দিলো। মন মেজাজ বেশ ফুরফুরে। লিখিত এবং মৌখিক পরীক্ষা কল্পনাতীত ভাল হয়েছে। পরের দিন নিয়োগকর্তার দপ্তরের বিজ্ঞপ্তি বোর্ডে চুড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হবে। খোরশেদসহ ১৬ জনই নির্দিষ্ট সময়ের পূর্বে হাজির হলো। বেলা ১২টায় রেজাল্টশিট টাংগানো হলো। চার জন চুড়ান্তভাবে নির্বাচিত একজন অপেক্ষমাণ। খোরশেদ তার রোল নাম্বারটি না দেখে আশাহত হলো।

অনির্বাচিতদের একজন বলে উঠল- ড্রাইভারের বাচ্চা কই? চল গাড়ির ধারে যাই, গাড়ির কাছে অবশ্যই আসবে। পাঁচজন প্রার্থী নিয়োগকর্তার গাড়ির ধারে গেল। খোরশেদ তাদের পিছুপিছু গিয়ে নিরাশ মনে ঘটনা কী জানার চেষ্টা করল। খানিকক্ষণ পর নিয়োগকর্তার গাড়ির চালক গাড়ির ধারে আসা মাত্রই পাঁচ জনে ঘিরে ধরে একবাক্যে বলল, “তুই প্রতারক, আমাদের টাকা এখন ফেরত দে, নইলে——-“। ড্রাইভার সাহেব তাদের শান্ত করে বলল, সাহেবের করার কিছু নেই, লোক নিবে চার জন, মন্ত্রী বেটা তালিকা পাঠাইছে পাঁচ জনের। এদের নিয়োগ না দিলে সাহেবকে গাঠরি বাঁধতে বলেছে।

একজন উত্তেজিত হয়ে বলল, তুইও তো পাঁচ জনের কাছ থেকে টাকা নিছিস। টাকা এখন ফেরত দে, নইলে–বলেই পিছন থেকে একটি হকিস্টিক বের করল।

হকিস্টিক দেখে খোরশেদের ভার্সিটির ক্যাম্পাসের মাইরের ব্যথা উতলে ওঠল। ন্যাড়া বেল তলায় একবার যায়। চাকরির দরকার নেই, মাইর থেকে বাঁচি, বলেই বাসস্ট্যান্ডের দিকে দৌড় দিলো।

জীবনের প্রথম চাকরির পরীক্ষায় অন্যরকম ভাল অ্যানসার করে চাকরি পাওয়ার যে স্বপ্ন দেখেছিল, সেটিরও অপমৃত্যু হলো এবং হতাশার চাদরে মুড়িয়ে তার হৃদয় নামক গোরস্থানে কবরস্ত করল।

৩য় স্বপ্নের হত্যা-স্নাতক পাস করার পর স্থানীয় একটি মাদ্রাসায় সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করলো। মোট প্রার্থী চার জন। অপর তিন জনের মেধা সম্পর্কে খোরশেদের বেশ জানাশোনা আছে। এই চাকরিটি তার নিশ্চিত হবে। যথারীতি লিখিত পরীক্ষা ও ভাইবা দিলো। চাকরি হবে শতভাগ আাশবাদী।

অপর তিন জনের একজন প্রিন্সিপাল সাহেবের ভাগিনা। প্রিন্সিপাল সাহেব আবার একটি মসজিদের পেশ ইমামও বটে। তিনি একাধারে প্রিন্সিপাল ও মসজিদের সম্মাননীয় ইমাম হয়ে, তাঁর ভাগিনাকে একটি চাকরি দিতে না পারেন, তাও আবার নিজের মাদ্রাসায়, তবে সমাজে তাঁর ইজ্জত-আব্রু বলতে কি কিছু থাকে? অতএব নিয়োগ পরীক্ষা বোর্ডকে প্রভাবিত করে ভাগিনার চাকরির ব্যবস্থা করেন।

খোরশেদের স্বপ্নটি গলা টিপে হত্যা করে, ইমাম সাহেব সমাজে বীরত্বের সাথে নিজ চেহারা মোবারক দেখানোর পথ সুগম করলেন। স্বপ্ন হত্যার প্রতিবাদ সরূপ মাস্টার খোরশেদ প্রায় ২৩ বছর যাবত এই স্বপ্নহন্থারক ইমামের পিছনে নামাজ আদায় করে না।

৪র্থ স্বপ্নের অকাল বিসর্জন-

কলেজ জীবনের শুরু থকে এক মেয়েকে ভালবাসে। মেয়েটিও তাকে প্রাণাধিক পছন্দ করত। মেয়ের বাবার সাফ কথা কোনো বেকার ছেলেকে তার মেয়ে বিয়ে দিবে না।

এদিকে খোরশেদ প্রাণপণ চেষ্টা করেও বেকার তকমা দূর করতে পারছে না।
মেয়ে প্রেমের মর্যাদা রাখতে ক্যানসার রোগীকে কেমোথেরাপি দিয়ে বাঁচিয়ে রাখার মতো এখন বিয়ে করব না বলে দুইটি সম্বন্ধ ফিরিয়ে দিয়েছে।

এবার মেয়ের বাবা পরিবারের সদস্যেদের ডেকে বললেন- তিনি আর কারো কথা শুনবেন না। নতুন একটি সম্বন্ধ এসেছে,সেটি খুবই ভালো। ছেলে ওলাপাস। মাদ্রাসায় চাকরি করে। পৈত্রিক বিষয়-আশয় যথেষ্ট রয়েছ। ছেলেও দেখতে হ্যান্ডসাম, নুরানি চেহারা। এমন সম্বন্ধ তিনি হাত ছাড়া করবেন না।

কী আর করার কেমোথেরাপি দিয়েও আর রক্ষা হলো না। ফলে মাস্টার খোরশেদের হৃদয়মন্দিরে চতুর্থ স্বপ্নটিও সমাহিত হলো।

মাস্টার খোরশেদের হৃদয়টি এরূপ বহু নিহত স্বপ্নের গোরস্থানে পরিণত হলেও তার কূঁড়েঘরের নাম দিয়েছে “শান্তিকুটির”। তাকে এমন নাম দেওয়ার হেতু কী সওয়াল করা হলে, জবাব দেয়, “লাক্সারিয়াস বহুতল অনেক ভবনের মালিকরা কোথায় থাকে কেউ জানে না। দৃষ্টিনন্দন দালান বাড়িগুলি জনমানবহীন খাঁ খাঁ করছে। কেউ কেউ বনে-বাঁদাড়ে কলাপতার বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। তার চেয়ে আমার কুটিরটি ঢের প্রশান্তির চাদরে মোড়ানো “।

লেখক-
মোহাম্মদ আইয়ুব
অফিসার ইনচার্জ
কদমতলী থানা, ডিএমপি, ঢাকা।
তারিখ-২১/২/২৫ খ্রি.



ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের করনীয়

আপন আলোয় উজ্জ্বল তুরাগ থানার ওসি (অপারেশন) শেখ মফিজুল ইসলাম

রোজিনা নয় জাতির বিবেক আজ বন্দীশালায়

ভারতে অ্যাম্বুলেন্স থেকে রাস্তায় পড়লো মরদেহ !

ছিলারচর ইউনিয়নবাসী তথা বিশ্ববাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন- রিপন কাজী

ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়ন ও আমাদের প্রত্যাশা

তুরাগে ২হাজার পিস ইয়াবাসহ ১মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মনোহরগঞ্জে পরকীয়ার বলি গৃহবধূ স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

চাকরি দেওয়ার নামে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ মাওলানা আবুল বয়ান হাশেমির বিরুদ্ধে

লাকসামে মাদক ব্যবসায়ীর নেতৃত্বে ৪ পরিবারের উপর হামলা-ভাংচুর আহত-১০: সংবাদটুডে

মনোহরগঞ্জে পল্লী বিদ্যুৎ সংযোগ নিয়ে আ’লীগের দু গ্রুপের সংঘর্ষ ৮ জন আহত: সংবাদটুডে

তুরাগে ইয়াবাসহ ২ নারী মাদক কারবারি গ্রেপ্তার

লাকসামে একই পরিবারে ৫ ভাই ডাক্তার

জাতীয় শোক দিবস উপলক্ষে আলহাজ্ব কফিল উদ্দিনের বাণী

ঢাকা উত্তর সিটি ৫৩নং ওয়ার্ড যুবলীগ নেতার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা

অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবক নিহত

লাকসামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে অব্যাহতী

আসন্ন ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন, চেয়ারম্যান পদে জনসমর্থনে এগিয়ে মোটরসাইকেল প্রতীকের শওকত হোসেন নান্নু

দুই সেমিস্টার প্রায় শেষ কিন্তু শেষ হয়নি পুরো সময়

লন্ডনে ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল মানবাধিকারের সভাপতি রায়হান-সম্পাদক বোরহান

সাংঘাতিক বনাম সাংবাদিক : সংবাদটুডে