বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ ইমরান ইসলাম, নিয়ামতপুর প্রতিনিধিঃ
আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হবে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন। এ নির্বাচনে উপজেলার চন্দননগর ইউপির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক ছাত্রনেতা, তরুন সমাজসেবক ক্বারী মোঃ দেলোয়ার হোসেন শিমুল। শনিবার(০১ জানুয়ারি) দুপুরে নিয়ামতপুর উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় তার সহযোগী সহকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা শেষে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন শিমুল বলেন, আমি দীর্ঘদিন থেকেই আমার ইউনিয়ন বাসীর সুখে-দুঃখে পাশে আছি। মহামারী করোনার সময় চন্দননগর ইউনিয়নের গরীব অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়াসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা, করোনা ভ্যাকসিন ফ্রি নিবন্ধন ক্যাম্প এর মাধ্যমে নিবন্ধন সহযোগিতা, ইউনিয়নের খেটে খাওয়া গরীব মানুষদের চিকিৎসার জন্য ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানে সহায়তা সহ নানা ধরনের সমাজ সেবা মুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি তিনি।
সুষ্ট অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে। তিনি আরোও বলেম, নির্বাচনে জয়ী হলে চন্দননগর ইউনিয়নের অবহেলিত মানুষদের তাদের প্রাপ্য সেবা নিশ্চিত ও একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে জনগণকে উপহার দিবো।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইউনিয়নবাসী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন শিমুল।