রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
আগামী ৩১ জানুয়ারী ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫০৯ প্রার্থী।
উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৪ জন, সংরক্ষিত নারী আসনে ১০৭ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪৮ জন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার হাজিনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন ,সংরক্ষিত নারী ১৩, সাধারণ সদস্য পদে ৪০ জন, চন্দননগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী আসনে ১৪, সাধারণ সদস্য পদে ৪৬ জন, ভাবিচা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত নারী ১৪, সাধারণ সদস্য ৪৩ জন, নিয়ামতপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী ১৬, সাধারণ সদস্য ৪৫ জন, রসুলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী ১২, সাধারণ সদস্য ৪৪ জন, পাড়ইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী ১৩, সাধারণ সদস্য ৪৪ জন, শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী ১৩, সাধারণ সদস্য ৪১জন, বাহাদুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন,সংরক্ষিত নারী ১২, সাধারণ সদস্য ৪৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউল হক খান জানান, জমা পড়া মনোনয়নপত্র ৬ জানুয়ারি বৃহস্পতিবার বাছাই করা হবে। বিছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।