রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মাও. মোরশেদুর রহমান, সংবাদদাতাঃ
১২ই ফেব্রিয়ারি’২৫ বুধবার সকাল ১০ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে লাকসাম পৌর অডিটোরিয়ামে শাখা সভাপতি মাওলানা নূরুদ্দীন হামিদীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আহমাদ উল্লাহ খালিদ-এর সঞ্চালনায় জেলা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ রয়েছে স্বাধীনতার পরে এদেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, স্বাধীনতার অর্ধশত বছর পরেও এখনো স্বাধীনতার প্রকৃত উদ্দেশ্য প্রতিফলিত হয়নি। এখনও এদেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতার প্রকৃত উদ্দেশ্য প্রতিফলিত হওয়ার সুযোগ এসেছে। তাই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় নিতে হবে।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জননেতা আলহাজ্ব সেলিম মাহমুদ, মুফতি শামসুদ্দোহা আশরাফী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন।
এতে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি হাফেজ শরাফত করীম, ডাঃ আবু সালেহ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি নেছার উদ্দিন সুমন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি হাবীবুন্নবি ইমন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি সালাহুদ্দীন শিহাব প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করেন…
সভাপতি: মুফতি শামসুদ্দোহা আশরাফি
সহ-সভাপতি: আহমাদুল্লাহ খালিদ
সেক্রেটারি: মাহমুদুর রহমান হাসিব
জয়েন্ট সেক্রেটারি: মোহাম্মদ মনিরুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: জাহিদ আল মামুন।