শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড় প্রতিনিধিঃ
আগামী ২৬ শে ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান পঞ্চগড়ে আগমন উপলক্ষে এবং জনসভাটি সফল করতে দলীয় ও ইসলামী বিভিন্ন স্লোগানে স্বাগত মিছিল বের করে ইউনিয়ন জামায়েত ইসলামীর নেতাকর্মীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৪ নং কামাত কাজলদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে টুনিরহাট সিনেমা হলের সামনের সড়ক থেকে একটি মিছিল বের হয়ে কালিয়াগঞ্জ রোড প্রদক্ষিণ শেষে বাজারের বটতলী মোড়ে এসে পৌঁছায় এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
এ সময় কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ তোফায়েল প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার কর্মপরিষদ সদস্য মাওঃ মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সহ সভাপতি, মোঃ আবুল হোসেন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ ইউনুস আলী,সদর উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সংগঠন প্রয়োজনঃ মেজর ডাঃ আজিজুল ইসলাম