সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আল মাসুদ, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় কালু মিঞা (৮০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত কালু মিঞার সদর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে বাসিন্দা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মারা যান তিনি ।
গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধায় পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল এলাকায় তার নিজ বাড়ির সামনে বসুনিয়াপাড়া-জগদল আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল ইমরান খান জানান, বুধবার সকালে বাড়ির বাইরের রাস্তা দিয়ে হাঁটার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন কালু মিয়া।
পরিবারসহ স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কথা কেটে দেন।
পরে প্রাথমিক চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে ফিরিয়ে আনলে সেখানে তার মৃত্যু হয়।