রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আল মাসুদ, পঞ্চগড়ঃ
পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠী সমাজের অংশ। সভ্যতার সাথে সাথে পিছিয়ে পরা জনগোষ্ঠী সম্বন্ধে পরিবার, সমাজ,রাষ্ট্র, এবং বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ পরিবর্তন লক্ষণীয়।এরই আলোকে বাংলাদেশ আর,ডি,আর,এস পঞ্চগড় এর আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সকালে পঞ্চগড় সদর উপজেলা হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো :জাকির হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মরিয়ম রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন চন্দ্র দাস, উপজেলা পিসি কর্মকর্তা অর্জুন চন্দ্র রায়, পঞ্চগড় আর ডি আর এস সিডিএস আতিকুর রহমান, সিএম উত্তম কুমার মিশ্র, সিএম নিতাই চাঁদ বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় আয়োজকরা জানান, এই ধরনের কর্মশালার মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে এবং তারা তাদের অধিকার ও সরকারি সুবিধা সম্পর্কে আরও অবগত হবে।