পঞ্চগড় পুলিশ ফোর্সদের
কিট প্যারেড অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দের অংশগ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৯ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
এ সময় সুসজ্জিত মঞ্চ থেকে অভিবাদন গ্রহণ শেষে উপস্থিত সকলের কিট সামগ্রী পরিদর্শন করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
এ ছাড়াও পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উত্তম পোষাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এবং যে সকল পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে তাদেরকে সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করার নির্দেশও প্রদান করেন তিনি।
এসময় পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, পঞ্চগড় মিজানুর রহমান চৌধুরী ও আরও-১ রিজার্ভ অফিস, পঞ্চগড়সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।