সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মাসুদ রানা, নওগাঁঃ
নওগাঁর পত্নীতলায় নজিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নাদৌড় গ্রামে ৫০ বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের পশ্চিম পাশে কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় মন্দির চত্বরে বসেছে এ মেলা। প্রতি বছরের অগ্রহায়ন অমব্যশায় বসে এই মেলা। মুলত এখানে কালি পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এ মেলার আয়োজন করেন । তবে নতুন ধান ওঠার পরে হয় তাই কেউ কেউ এ মেলাকে নবান্নের মেলাও বলেন।
বিভিন্ন শ্রেনী পেশার মানুষের আগমন হয় এ মেলায়। এদিকে গ্রামের বাড়িতে বাড়িতে মেয়ে জামাই সহ বিভিন্ন আত্মীয় স্বজন আসেন। এই মেলাকে ঘিরে গ্রামীণ মানুষের মধ্য এক অন্য রকম উৎসব আমেজে মুখোর হয়ে ওঠে আসপাশের ৪/৫ গ্রামের মামুষ। নতুন ধান ওঠায় বাড়িতে বাড়িতে শীতের পিঠা পুলি,পায়েশ, খিরসা সহ বাহারি খাবার তৈরী, চলে খাওয়া দাওয়ার ধুম।
এক দিনের এ মেলা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে দোকানীরা আগের দিন এসে দোকানে মিষ্টি, বাঁশ, বেত, মাটির তৈরী নকশি পাতিল, মাটির ব্যাংক, পুতুল , কাঠের তৈরী ফার্নিচার, কসমেটিক, খেলনা, বাশি, বেলুন, ঘুর্নি, লোহার তৈরী হাঁসুয়া বটি, চাকু, বাশেঁর তৈরী কুলা, ঢাকনা, ঝাল ডালা,খইচালা, চালুন, কাগজের ফুল নানা রকম মুখরোচক খাবারেরর দোকান দিয়ে নানান জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন। গ্রামের পাশে মেলা হওয়ায় সন্ধ্যা পর্যন্ত চলে গ্রামীণ নারীদের কেনাকাটা, বিশেষ করে মাটির ও বাশের তৈরী জিনিস ও কসমেটিক দোকান গুলোতে উপচে পড়া ভীড়।
স্থানীয়রা জানান অনেক বছর থেকে এ মেলা হয়ে আসছে। মেলা কমিটির সভাপতি বেনু মোহন দাস বলেন ১৯৯৭ সাল থেকে এই মেলা জাঁকজমকপূর্ণ ভাবে হয়ে আসছে। ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন এ মেলায়।
বিগত বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে মেলা অনুষ্ঠিত হয়েছে।