বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মাসুদ রানা, নওগাঁঃ
উত্তরের হাড় কাঁপানো শীতে জনজীবন যখন ওষ্ঠাগত প্রায়, ঠিক সেসময়ে নওগাঁর পত্নীতলার দরিদ্রপীড়িত মানুষের পাশে দাঁড়ালো জেলার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন’।
উপজেলার শীতের প্রকোপে বিপর্যস্ত মোট ১০০ জন মানুষের শুষ্ক ঠোঁটের কোণে এক চিলতে স্বস্তির হাসি ফোটানোর প্রয়াসে ১৮ ডিসেম্বর থেকে শুরু হয় এই শীতবস্ত্র বিতরণ।
নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে একাধিক স্বেচ্ছাসেবী দল ইউনিয়নে ইউনিয়নে ঘুরে ঘুরে ধর্ম, বর্ণ, জাত, গোত্র নির্বিশেষে ভালনারেবল গ্রুপের তালিকা প্রস্তুত করে, সেই তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি পৌঁছিয়ে দিচ্ছে উপহার। নারী-পুরুষ ব্যতিরেকে ভালো মানের শাল (শীতবস্ত্র) হাতে পাওয়ায় উচ্ছ্বাস দেখা গেছে সুবিধাভোগী মানুষের মাঝে।
উপজেলার ঘোষনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাগমার গ্রামে উপহার বিতরণকালে নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক মীর গোলাম সাকলায়েন বলেন, “চাহিদা অনুযায়ী উপহার সংখ্যা বেশ নগণ্য হলেও, যাতে প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষেরাই পায় সেদিক আমরা লক্ষ্য রাখবার চেষ্টা করছি। যারা কী না অন্য কোনো সংগঠন থেকে পায়নি, কিংবা লোকলজ্জায় প্রয়োজন থাকা সত্ত্বেও প্রকাশ করতে পারেনা, চাইতে পারে না। আমরা এবার তাদের অগ্রাধিকার দিয়েছি, সুবিধাভোগীদের মানবিক মর্যাদার যাতে ক্ষুণ্ণ না হয়, আমরা সেদিকও খেয়াল রাখবার চেষ্টা করছি”।
সংগঠনেরই আরেক উদ্যমী প্রাণ তানবীরুল ইসলাম চৌধুরী বলেন, “নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রতিবছরই নানামুখী জনহিতকর উদ্যোগ নিয়ে থাকে, তারই ধারাবাহিকতারই একটি অংশ হলো এই উদ্যোগ।
নওগাঁ জেলার সামর্থ্যবান মানুষেরা যার যার অবস্থান থেকে সংগঠনে এগিয়ে এলে, সংগঠনের সক্ষমতা আরো প্রসারিত হবে। আরো বড় বড় প্রয়োজনীয় কার্যকরী ভূমিকা পালন সম্ভবপর হবে”।
উল্লেখ্য, নওগাঁ জেলার কল্যাণ সাধনের ব্রত নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করা নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি অরাজনৈতিক সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
বর্তমানে নির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মোঃ সফিউল আজম চৌধুরী।