বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মাসুদ রানা, নওগাঁঃ
বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায়
নওগাঁর পত্নীতলা উপজেলা ব্যাপি এক লক্ষ বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে উপজেলা সদর নজিপুর পৌর শহরের সরকারি কবরস্থান হতে সরদারপাড়া রোডে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিহাড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নজিপুর বণিক কমিটির সাধারণ সম্পাদক আকিব জাবেদ মিজান, পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান, সাবেক ছাত্রনেতা আবু তাহের চৌধুরী মন্টু, রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, পত্নীতলা থানার ডিএসবি কামরুল ইসলাম, মাটিন্দর বিএম কলেজের অধ্যক্ষ বিমল কুমার বর্মন, পত্নীতলা উপজেলা সমিতি (পউস) এর প্রতিষ্ঠাতা হাবীব সাত্তি, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, আবু হোসেন, রাশেদ রানা, মাসুমুল হক সিয়ামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সুধিজন প্রমূখ।
পত্নীতলা উপজেলা প্রশাসন, নজিপুর পৌরসভা, পত্নীতলা উপজেলা সমিতি (পউস), ইয়ূথ এন্ডিং হাঙ্গার, প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, ভোরের ডাক ব্যায়াম সংগঠনসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নজিপুর সরকারি কবরস্থান, ধামইরহাট রোড, ফুলকুড়ি রোডসহ বিভিন্ন রোডে এবং পতিত জমিগুলোতে প্রায় সহস্রাধিক জারুল, তমাল, শিমুল, ঝাউ, কাঞ্চন, ছাতিম, সোনালু, কৃষ্ণচূড়ার গাছ লাগানো হয়েছে।
এ সময় ইউএনও আলীমুজ্জামান মিলন বলেন- ”বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন কার্যক্রমের যাত্রা শুরু হলো। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আমি আশাবাদি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগ অত্রাঞ্চলে পরিবেশ সুরক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
উপজেলা প্রশাসন এবং নজিপুর পৌরসভার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি।”