পবিত্র মাহে রমজানে চাঁদপুরে ঢাকা
হোটেলে ইফতার কিনতে ক্রেতার ভিড়
মানিক দাস, চাঁদপুরঃ
পবিত্র মাহে রমজানে চাঁদপুর কালিবাড়ি মোড় এলাকার অতি পুরাতন হোটেল ঢাকা হোটেল কতৃপক্ষ বিগত বছরের মতো এ বছরও রোজাদারদের জন্য নির্ভেজাল ইফতার সামগ্রীর ক্রেতার হাতে তুলে দিচ্ছে।
ঢাকা হোটেল কতৃপক্ষ জানায়, আমরা রোজাদারদেরকে নির্ভেজাল ইফতার সামগ্রী তুলে দিতে পেরে গর্ব বোধ করছিন।
কেন না রোজদারগণ সারাদিন সিয়াম সাধনার মাধ্যমে রোজা রেখে সন্ধ্যায় ইফতার করে। তাই ক্রেতার হাতে সম্পূর্ণ ভেজালমুক্ত ইফতারের দিতে আমরা প্রস্তুত।
ঢাকা হোটেলের ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে বুট, পেয়াজু, বেগুনি, চপ, বোম্বে জিলাপি, রেশমি জিলাপি, খাসির শাহি হালিম, ঢাকা কাবাব, সবজি কাবাব, জালি কাবাব, ফিস চপ, চিকেন রোল, ভেজিটেবল রোল, চিকেন সাসলিক, ডিম চপ, চিকেন চপ, কিমা চপ, চিকেন ফ্রাই, কাঠি কাবাব, চিকেন মাসালা, চিকেন চাপ মাসালা,চিকেন ললিপপ, চিকেন সামুসা, বোরহানি, লাবাং, ফিন্নি ও দই পাওয়া যাচ্ছে।
এসব ইফতার সামগ্রী কিনতে বিকেলের পর থেকেই ঢাকা হোটেলে ক্রেতার বিচরন পরিলক্ষিত হয়।
https://www.songbadtoday.com/?p=83084
Post Views: ১৩০