রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ব্রাক্ষণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সারা দেশের ন্যায় এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষার ফলাফল-২০২১ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৮শ ৮২ জন, পাশ করেছে ৩ হাজার ৭শ ৫২ জন, জিপিএ-৫ পেয়েছে ২২৯ জন।
পাশের হার শতকরা ৯৭%। দাখিল পরীক্ষার্থী ছিল ৯৩৩ জন, পাশ করেছে ৯০৭ জন, জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন। পাশের হার শতকরা ৯৭.৩%। অন্যদিকে কারিগরী পরীক্ষায় বেগম দিলরোজ ওবায়েদুল্লাহ কারিগরী ইনস্টিটিউট থেকে পরীক্ষার্থী ছিল ১২৬ জন, পাশ করেছে ১২৩ জন, জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।
চান্দলা কেবি হাই স্কুল এন্ড কলেজ ভোকেশনাল শাখা থেকে পরীক্ষার্থী ছিল ৯৪ জন, পাশ করেছে ৮৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
এবার উপজেলার এসএসসিতে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয় থেকে ৫৯ টি এবং দাখিল পরীক্ষায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মহালক্ষীপাড়া ইসলামিয়া আলীম মাদ্রাসা থেকে ২৫ টি।
ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা।