বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
নুর উদ্দিন, পিরোজপুর:
পিরোজপুরে জেলা পুলিশের আয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জেলার ১২৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিটি স্কুলে ছাত্রদের মাঝে ফুটবল বিতরণ করে ছাত্রসমাজকে মাদক ও মোবাইল আসক্তি (অনলাইন জুয়া) থেকে দূরে রাখার নিমিত্তে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় করা হয়।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
এসময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ সহ নিহত সকল ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করেন ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন এবং শহীদ আবু সাঈদের আদর্শ ধারণ ও লালন করার জন্য উদ্ধুদ্ধ করেন।
পিরোজপুরের ১২ লক্ষ নাগরিকের জন্য জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তুলতে ছাত্র-শিক্ষকদের সহায়তা কামনা করেন।
পিরোজপুরের প্রতিটি গ্রামকে মাদক, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া, সংখ্যালঘু নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোনো ধরনের অপরাধ হতে মুক্ত রাখতে ছাত্রসমাজকে অগ্রগণ্য ভূমিকা পালনের নির্দেশনা দেন এবং পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য ও অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন। সভা শেষে পুলিশের নম্বর সম্বলিত লিফলেটও বিতরণ করা হয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে।
পিরোজপুরের ১৪৯৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জেলা পুলিশের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।