পুলিশের নিরাপত্তায় লাকসাম
থানায় আনসার মোতায়েন
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম থানায় পুলিশের নিরাপত্তার দায়িত্বে সাধারণ জনতার পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। দেশের চলমান অস্থিরতায় থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ সদস্যদের হত্যার ঘটনায় পুলিশ বাহিনী চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এ কারণে থানায় আনসার সদস্য মোতায়েন করা হয়।
বুধবার (৭ আগস্ট) সকালে লাকসাম থানা ভবনের সামনে গিয়ে দেখা যায়, থানার প্রধান গেটে আটজন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য লাঠি হাতে দায়িত্ব পালন করছেন।