সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মো: লিটন উজ্জামান :
গত ৫ ডিসেম্বর তারিখ রাত ১২ টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার রনপিয়া গোরস্থানের নিকটে অবস্থানকারী ফজলুল হক নামের এক বয়স্ক প্রতিবন্ধী ও ভবঘুরে ব্যক্তির নিকট থেকে ৪৩ হাজার ৫২০ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শ্রবণ প্রতিবন্ধী উক্ত বয়স্ক ভবঘুরে ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, ছিনতাই হয়ে যাওয়া টাকা তার গচ্ছিত টাকা। মানুষের কাছ থেকে সাহায্য তুলে কান ও গলার চিকিৎসা করাবেন বলে টাকা গুলো নিজের কাছে রেখেছিলেন। টাকা হারিয়ে তিনি এখন চরম বেকায়দায় পড়েছেন।
গভীর রাতে টাকা ছিনতাই এর বিষয়ে তিনি ভেড়ামারা থানায় জনৈক বিলাস সহ আরো অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লিখিত অভিযোগ দাখিল করেছেন। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি জহুরুল ইসলাম এর সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন।
তিনি বলেন, হারানো টাকা উদ্ধার এবং বিষয়টি তদন্তের জন্য এসআই আবুল বাশারের উপরে দায়িত্ব দেয়া হয়েছে। এসআই আবুল বাশারের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগে উল্লিখিত আসামীকে খুঁজে বের করার জন্য চেষ্টা করছেন। তিনি আরো জানান, তিনি ঘটনাস্থলীয় এলাকায় অবস্থান করছেন এবং হারানো টাকা উদ্ধারের জন্য অফিসার ইনচার্জ এর নির্দেশে তৎপর রয়েছেন। ফজলুল হকের টাকা কেড়ে নেয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।