বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরাতন ছবিসহ ‘শুভ জন্মদিন’ লিখে ফেসবুকে পোস্ট দেওয়ার পর কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশ জানিয়েছে, গত ২৪ আগস্ট অন্য একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ওই ছাত্রলীগ নেতার নাম জাহাঙ্গীর হাসান (৩১)। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। জাহাঙ্গীর হাসান উপজেলার সদকী ইউনিয়নের মৃত সাদেক আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে ২৪ আগস্ট বাদী হয়ে থানায় একটি মামলা করেন সমন্বয়ক আসাদুজ্জামান আলী।
মামলায় উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ ২৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়।
এছাড়াও অজ্ঞাত আসামি করা হয় ১০ থেকে ১৫ জনকে। ওই মামলায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।