শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ
রাজশাহী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের ফি অন্যান্য সরকারি কলেজের তুলনায় কয়েক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবি, এই অস্বাভাবিক ফি পরিশোধ করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
কলেজ প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ফরম পূরণ চলবে।
পরদিন আরেকটি বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক ফি নির্ধারণ করে দেওয়া হয়। সেখানে দেখা যায়, রাজশাহী কলেজে বেশিরভাগ বিষয়ে ৭,৫৯১ টাকা থেকে ৯,১৭১ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, রংপুর কারমাইকেল কলেজে একই কার্যক্রমের জন্য ফি ৪,২৭৫ থেকে ৪,৭৫০ টাকার মধ্যে রাখা হয়েছে।
এছাড়া রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজেও ১,৮০০ থেকে ২,০০০ টাকা কম নেওয়া হচ্ছে।
এ বিষয়ে রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল মাজেদ রাজশাহী কলেজের একটি ফেইসবুক গ্রুপে পোস্টের মাধ্যমে জানায়, রাজশাহী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম ফিলাপের অস্বাভাবিক ফি নির্ধারণ করা হয়েছে।
যেটা পরিশোধ করতে গিয়ে আমাদের অধিকাংশ ছাত্র-ছাত্রীর জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার। এবং কারো কারো ক্ষেত্রে এই অস্বাভাবিক ফি পরিশোধ করা একেবারেই অসম্ভব। তাই আমাদের উচিত এই অস্বাভাবিক ফি কমিয়ে শিক্ষার্থীবান্ধব ফি’র দাবি জানানো। সে জন্য আমাদেরকে মাননীয় অধ্যক্ষ স্যার বরাবর একটি দরখাস্ত দেয়া প্রয়োজন। সেই দরখাস্তে প্রত্যেক ডিপার্টমেন্টের অনার্স চতুর্থ বর্ষের স্টুডেন্টদের পক্ষ থেকে স্বাক্ষর দিতে হবে ।
ফরমপূরণের অতিরিক্ত টাকার ব্যাপারে রাজশাহী কলেজে অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিগত বছরের তুলনায় ফি কমই নেওয়া হচ্ছে।
এছাড়াও অন্যান্য কলেজের তুলনা দেখানো হলে তিনি বলেন, অন্যান্য কলেজের সাথে তুলনা করে লাভ নেই; আমাদের বিগত বছরের ফিস এর সাথে তুলনা করে দেখেন।
কোন কোন খাতে টাকা টা নেওয়া হচ্ছে বা অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি একটু বিরক্তি প্রকাশ করে বলেন, আপনার কাছে কি প্রমাণ আছে ?
তাছাড়া তিনি বলেন, আপনি যেহেতু জানতে চেয়েছেন আমি খোঁজ নিয়ে একটু পর জানাচ্ছি। পরে তিনি আর কোন কল করেননি।