ফরিদগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ
মাদক কারবারি আটক
মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রবিউলকে আটক করেছে থানা পুলিশ ।
শনিবার ১৩ জুলাই গভীর রাতে অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম নির্দেশে এসআই আনোয়ার হোসেন ও এএসআই কামাল হোসেনসহ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের আস্টা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ কুমিল্লার মাদক ব্যবসায়ী রবিউল কে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী রবিউল(৪০) কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর এলাকার আবদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন সময় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য কুমিল্লা থেকে এনে ফরিদগঞ্জসহ ও আশপাশের উপজেলায় বিক্রি করতো।
এ বিষয়ে থানার ওসি সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আস্টা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এরপর মাদক ব্যবসায়ী রবিউলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
https://www.songbadtoday.com/?p=89515
Post Views: ৬৬