ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তর
পরিদর্শনে জেলা প্রশাসক
মানিক দাস, চাঁদপুরঃ
ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছে জেলা প্রশাসক কামরুল হাসান। ১২ মার্চ মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পৌর ও ইউনিয়ন ভূমি অফিস, রুপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।
অত:পর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে “জাতীয় শুদ্ধাচার কৌশল” বিষয়ক মতবিনিময় সভায় তিনি মিলিত হন।
উপজেলা নির্বাহী অফিসার মৌলি মন্ডলের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: তছলিম উদ্দিন, থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন সরকারি দপ্ততরের প্রতিনিধি, জনপ্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন।
https://www.songbadtoday.com/?p=82877
Post Views: ৫৪