বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
রোকন উদ্দিন, ফরিদপুরঃ
ফরিদপুরে শিশুশিক্ষার অন্যতম সেরা প্রতিষ্ঠান পাঠশালা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্টান মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) শহরের কমলাপুর ডিআইবি বটতলা পাঠশালা স্কুল ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ফরিদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন ।
পাঠশালা স্কুলের প্রধান শিক্ষক মোঃ রোকনউদ্দিন রুমনের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জনাব আরিফুজ্জামান অপু, ফরিদপুর জেলা যুবদলরে যুগ্ম সাধারণ সম্পাদক শামীমুল হক তালুকদার, এস এ মান্নান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম অহিদ, মানব উন্নয়ন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বৃহত্তর ফরিদপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি এইচএম ইব্রাহিম আব্দুর রাজ্জাক, বন্যাি ঘোষ, সহকারী শিক্ষক ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ পাঠশালা স্কুল পরিচালনা কমিটির সভাপতি মেহেদী হাসান রাসেল, পরিচালক মোহাম্মদ আলী বিশ্বাস স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে স্কুলের ছাত্র-ছাত্রীগন মনোজ্ঞ ডিসপ্লে প্রর্দশন ও বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। পরে ক্রিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।