বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আবু বকর সুজন, চৌদ্দগ্রামঃ
ফেনীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে মো: মাসুদ (৩০) নামে চৌদ্দগ্রামের এক সৌদি প্রবাসী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
মাসুদ চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ মার্চ) দুপুরে ফেনী মঠবাড়িয়া রেল ক্রসিং এর সামনে ।
বুধবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন আলকরা ইউপি সদস্য মো: আবুল বাশার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর বেলা ফেনী থেকে সিএনজি যোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন মাসুদ সহ পরিবারে কয়েকজন সদস্য ।
তাদের সিএনজিটি ফেনী মঠবাড়িয়া রেলক্রসিং পার হওয়ার পর মঠবাড়িয়া ব্রীকফিল্ড সংলগ্ন কালভার্ট পর্যন্ত পৌঁচলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়।
তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় আবদুল্লাহ আল মাসুদ (৩৭), শাহেনা বেগম (৪৫), হোসনেয়ারা বেগম (৬৩) ও নাসরিন সুলতানা টুম্পা (৩১) কে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক তাদের মাঝে মাসুদকে মৃত ঘোষণা করে বাকী ৩ নারীকে হাসপাতালে ভর্তি দেয়।
নিহত মাসুদের স্বজনরা জানান, বৃহস্পতিবার মাসুদ প্রবাসে চলে যাওয়ার কথা ছিলো।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মঠবাড়িয়াতে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনায় মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।