শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এইচ এম আনোয়ার হোসেন, বগুড়াঃ
বগুড়া জেলা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে জেলা ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৫ জানুয়ারী) সারাদিনব্যাপী জেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, এবং সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাফিউজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান।
এছাড়াও আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালন করেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক সাজেদুর রহমান।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ইমামদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ইমামরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নসহ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন ইমামরা সমাজে আরও বেশি দায়িত্ব পালন করলে সমাজ থেকে অন্যান্য সকল সমস্যা সমাধান হবে।
তিতাসে ৯ ইউনিয়নে কৃষক দলের সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা