রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
বগুড়ার শেরপুরে ভাড়াটিয়ার কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (০৪জানুয়ারি) দুপুরের পর ভুক্তভোগী ওই কিশোরীর বাবা আমিনুল ইসলাম বাদি হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
মামলায় শেরপুর শহরের উত্তরসাহাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে বরাত আলীকে (১৮) অভিযুক্ত করা হয়েছে। তবে মঙ্গলবার সন্ধ্যায় এই সংবাদ লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ দক্ষিণ পাড়ার বাসিন্দা আমিনুল ইসলাম। পেশাগত কারণে পরিবার নিয়ে শেরপুর পৌরশহরের উত্তরসাহাপাড়ায় ভাড়া বাসায় থাকেন। বিগত ২জানুয়ারি সকাল দশটার দিকে কিশোরী মেয়েকে বাসায় রেখে স্বামী-স্ত্রী দু’জনই কাজে যান। আর এই সুযোগে বরাত আলী তাদের বাসায় ঢুকে ওই মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর তারা বাসায় এলে ঘটনাটি জানায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার বাদি আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, ঘটনার পর আইনের আশ্রয় নিতে থানায় যেতে চাইলে বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়। সেইসঙ্গে বিচারের নামে তালবাহানা শুরু করেন মামলায় অভিযুক্ত ব্যক্তির প্রভাবশালী পরিবার। একপর্যায়ে মেয়ের ধর্ষণের উপযুক্ত বিচার পেতে পুলিশের কাছে আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির (উপ-পরিদর্শক) সাম্মাক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া উক্ত ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ধর্ষককে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।